রাঙ্গুনিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ‘সুখী বাংলা ফাউন্ডেশন পরিচালিত ‘আমাদের গ্রাম কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র’র কোর্স শেষ করা প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির।
প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। স্বাগত বক্তব্য দেন আমাদের গ্রাম কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক দ্বিপায়ন সুশীল।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা, পদুয়া ডিজিটাল পোষ্ট অফিসের উদ্যোক্তা সুভাষ শীল, কলমপতি ডিজিটাল পোষ্ট অফিসের উদ্যোক্তা আবদুল আলীম, সুধীর শীল, দিলীপ কুমার শীল, অনুপম সেন, প্রশিক্ষণার্থী জাওয়াদ হোসেন সিজান, নুসরাত জাহান প্রমুখ।
আলোচনা শেষে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহন করা ৩২ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
বাংলাধারা/এফএস/এআই













