২৫ অক্টোবর ২০২৫

সাধারণ শিক্ষার পাশাপাশি দক্ষতা নির্ভর শিক্ষাও গুরুত্বপূর্ণঃ শিক্ষা উপমন্ত্রী নওফেল

বাংলাধারা প্রতিবেদন»

‘শিক্ষাবোর্ড সার্টিফেশনের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। অথচ বোর্ডের কাজ-মূল্যায়ন করেই শিক্ষার্থীদের সার্টিফাই করা। তাঁরা মূল্যায়নের ওপরে সঠিকভাবে গবেষণা করেন না, করার চেষ্টাও করছেন না।‘- দেশের শিক্ষাবোর্ডের সমালোচনা করে এমনটাই মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ‘কোভিড পরিস্থিতি: শিক্ষার চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেছেন, ‘শুধুমাত্র সার্টিফিকেট দেওয়ার মধ্যেই বোর্ডের কার্যক্রম সীমাবদ্ধ। কারণ, সার্টিফেকশন করা খুব সহজ। পরীক্ষা নিয়ে সার্টিফাই করব আর পয়সা পেয়ে যাবে বোর্ড। দেশে এখন জমি-জমা, বয়স, বিয়ে সবকিছুর জন্য এসএসসি সার্টিফিকেট প্রয়োজন। এটিতো শিক্ষাবোর্ডের কাজ নয়। শিক্ষাবোর্ডের কাজ গবেষণা করা। যেহেতু হচ্ছে না তাই আমরা জাতীয় এক্সামিনেশনের অ্যাসেসমেন্ট নিয়ে মোটামুটি আইন তৈরি করে ফেলেছি। শিক্ষাবোর্ড সেগুলো সার্টিফাই করবে।‘

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। তারা যাতে দক্ষতামূলক শিক্ষায় অংশগ্রহণ করে সেদিকে নজর দিতে হবে। সাধারণ শিক্ষায় শিক্ষিত হলেই তাদের মানসিকতা তৈরি করে দিচ্ছি, শিক্ষার্থীরা চেয়ার-টেবিলে বসবে, ফ্যানের নিচে বসে ফাইল স্বাক্ষরের চাকরি করবে। অথবা সেই ধরনের কাজের সঙ্গে তারা যুক্ত হবে। এর চেয়ে ভ্রান্ত মানসিকতা ও বিভ্রান্তিকর শিক্ষা আর হতে পারে না। উন্নত দেশে বই-খাতায় শেখানোর পাশাপাশি দক্ষতা নির্ভর শিক্ষাও দেওয়া হয়। ‘

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। প্রধান বক্তা ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এছাড়া সভাপতির বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী।

বাংলাধারা/এফএস/এফএস 

আরও পড়ুন