রাঙ্গুনিয়া প্রতিনিধি»
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ সোহেল মিয়া (৩৮) নামের এক যুবককে আটক করেছে চট্টগ্রাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক-সার্কেলের (হাটহাজারী) একটি টিম।
শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পদুয়া নাপিত পুকুরিয়া এলাকায় এ অভিযান চালায়।
আটককৃত যুবক সোহেল মিয়া টাঙ্গাইল জেলার মির্জাপুর চর পাড়া মিয়া বাড়ি এলাকার আব্দুল মান্নান মিয়া’র ছেলে।
এ আটকের ঘটনায় চট্টগ্রাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি উপ-পরিদর্শক জয় নন্দ বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা করেছে।
চট্টগ্রাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, ‘গণমাধ্যমে মাদকের সেই ট্রানজিট রাঙ্গামাটি-রাঙ্গুনিয়া শিরোনামে খবর প্রকাশিত হলে বিষয়টি আমাদের নজরে আসলে আমরা অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ১ হাজার পিস ইয়াবাসহ ১ যুবককে আটক করি। এছাড়া গতকাল সন্ধ্যায় আরও একজনকে আটক করি। মাদকদ্রব্য নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে।’
এছাড়াও আটককৃত যুবক ইয়াবা পাচারে নাপিত পুকুরিয়ার এই অপ্রচলিত পথ ব্যবহার করে। এর আগেও সে ইয়াবা পাচার করেছে বলে জানান চট্টগ্রাম মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
তিনি বলেন, ‘মাদক কারবারিদের গ্রেফতার করতে অভিযান জোরদার করা হয়েছে। মাদক নির্মূল করতে বদ্ধপরিকর চট্টগ্রাম অধিদপ্তর।’
বাংলাধারা/এফএস/এফএস













