১৬ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে ৩০ দালাল আটক

বাংলাধারা প্রতিবেদন »

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে ৩০ দালাল ও প্রতারককে আটক করেছে র‌্যাব।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।

রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, এখন পর্যন্ত ৩০ জনকে আটক করেছি। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এখনও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, যাদের আটক করা হয়েছে তাদের ছবি সংরক্ষণ করা আছে এবং মুচলেকা নেওয়া হয়েছে। আবারও তারা যদি এই কাজের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন : ঢাকায় বিআরটিএ ও পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান: ৫১ দালাল আটক

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ