হাটহাজারী প্রতিনিধি»
উপজেলা প্রশাসন হাটহাজারী পরিচালিত এক অভিযানে দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে ২দিন ব্যাপি ৩ হাজার ২’শ মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করেন হাটহাজারী উপজেলা প্রশাসন।
গত শনিবার মধ্যরাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃশাহিদুল আলম।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৩ সেপ্টেম্বর রাত ৯ টা হতে ২ টা পর্যন্ত ও ৪ সেপ্টেম্বর রাত ১১ টা থেকে রাত ৩ টা পর্যন্ত অভিযান চালিয়ে মোট ৩২০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়। অভিযানকালে জব্দকৃত মোট ০৭ টি জালের ০৫ টি গড়দুয়ারার বিভিন্ন পয়েন্ট থেকে ও ০২ টি নাপিতের ঘাট ও আমতুয়া এলাকা থেকে জব্দ করা হয়। জাল স্থাপনকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায় নি।
ইউএনও মোঃশাহিদুল আলম বলেন, গত শুক্রবার ও শনিবার ২দিন অভিযানে ৩হাজার ২শত মিটার জাল জব্দ করা হয়।এ সময় কাউকে আটক করা যায়নি। মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় হালদায় নিয়মিত কঠোর অভিযান চলবে।
অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানা পুলিশ, আইডিএফ ও সেচ্ছাসেবীগণ, গড়দুয়ারা’র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গ্রাম পুলিশ।
বাংলাধারা/এফএস/এফএস













