১৬ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরামে আহ্বায়ক কমিটি গঠন

বাংলাধারা প্রতিবেদন»

বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরামে ৬ মাস মেয়াদী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল (৪ সেপ্টেম্বর) বর্তমান নির্বাহী কমিটির সদস্যরা এক জরুরি সভায় অদ্যোপান্ত পর্যালোচনাপূর্বক ফোরামে চলমান স্থবিরতা থেকে উত্তরণের লক্ষ্যে পূর্ববর্তী প্রেসিডেন্টকে পদ হতে অব্যাহতি প্রদান ও সকল কমিটি, গ্রুপ বিলুপ্ত ঘোষণা করে ফোরামের জন্য গঠনতন্ত্র প্রনয়ণ ও সরকারি নিবন্ধনের দায়িত্ব দিয়ে ৬ মাস মেয়াদী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

করোনা মহামারীর কারণে গত বছর মার্চে যখন স্কুলগুলো বন্ধ হয়ে যায় অনান্য পেশাজীবীদের মতোই অধিকাংশ প্যারেন্টস আয়-রোজকারে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, অথচ স্কুলগুলো কোন ক্লাস না নিয়েই পূর্বের হারেই টিউশন ফিসহ অন্যান্য ফি পরিশোধের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলো। তখন ঐ অরাজক পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় আহ্বানের মাধ্যমে ফোরাম গঠন করে আন্দোলনে নামে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম।

নতুন আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন ব্যারিস্টার আফরোজা আক্তার,  যুগ্ন আহ্বায়ক হিসেবে আছেন জনাব এমএন আমিন এবং জনাব মনজুর সাকলায়েন। এছাড়া সদস্য হিসেবে আছেন জনাব প্রকৌশলী মোহাম্মদ সেলিম আখতার খান, জনাব আনোয়ার হোসেন রিয়াজ, জনাব কামাল আহমেদ পলাশ, জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জনাব সামসুর রহমান শাওন, জনাব ওয়ালিউল আবেদীন শাকিল, মিসেস সাব্রিনা ইসলাম, জনাব উৎপল ভৌমিক, মিসেস জুঁই মাহফুজা, মিসেস লতিফা এলিন ও জনাব মোঃ আনিসুর রহমান।

প্যারেন্টদের ভোটের মাধ্যমে গঠিত পূর্ণাঙ্গ কমিটির নিকট সকল ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে অহ্বায়ক কমিটি বিলুপ্ত হবে বলে জানিয়েছে আহ্বায়ক ব্যারিস্টার আফরোজা আক্তার।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ