১৬ ডিসেম্বর ২০২৫

লোহাগাড়ায় মুক্তিযোদ্ধাকে মারধর করে গ্রেফতার হলেন ইউপি সদস্য

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা অতীন্দ্র লাল নাথকে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত ইউপি সদস্যকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ সেপ্টেম্বর) লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে এই ঘটনা ঘটে। অন্যদিকে মারধর করা ওই আসামি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল ইসলাম বলেন, চরম্বা ইউনিয়নের অতীন্দ্র লাল নাথ নামের একজন বীর মুক্তিযোদ্ধা মারধরের অভিযোগ করেন শনিবার সন্ধ্যায়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে চরম্বা ইউনিয় পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ওসমান গণিকে গ্রেফতার করা হয়।

রোববার (৫ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ