৩ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি পরিদর্শনে যান। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। প্রতিমন্ত্রী ক্যাম্পাস ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের আলাপ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, উপ-কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা, সহকারি রেজিস্ট্রার ডা. মাহিদ বিন আমীন, লিয়াজো ও প্রটোকল অফিসার মো. আলাউদ্দিন স্বপনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ