৩ নভেম্বর ২০২৫

ফুটপাতে পণ্য রেখে পথচারীর চলাচলে বাধা, দুই দোকানকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন বাটালি রোডে ফুটপাতে দোকানের পণ্যসামগ্রী রেখে পথচারীর চলাচলে বাধা সৃষ্টি করায় দুই দোকানিকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, বাটালি রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুটপাতে অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। অভিযানকালে ফুটপাতে পণ্যসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই দোকান মালিকের বিরুদ্ধে মামলা রুজুসহ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে সিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ