২৬ অক্টোবর ২০২৫

আশানুরূপ ফল না পাওয়ায় চবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

চবি প্রতিনিধি »

ভালো পড়াশুনা করেও পরীক্ষায় ভালো ফলাফল না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠের পাশে এ ঘটনা ঘটে।

নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র দেলোয়ার ১ম বর্ষের ফাইনাল পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া বলেন, এক শিক্ষার্থীকে সেন্সলেস অবস্থায় পড়ে থাকার খবর আমরা পাই। সেখানে গিয়ে দেখি দুইটি মোবাইল ফোন সেট ভাঙা অবস্থায় পাশে পড়ে আছে। তার হাতে জখমের চিহ্ন রয়েছে। আমরা তাকে উদ্ধার করে চবি মেডিকেলে নিয়ে এলে তার জ্ঞান ফিরে।

পরে সে জানায়, পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় সে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন