বাংলাধারা ডেস্ক »
আদর্শে বঙ্গবন্ধুর উদ্যোগে সিটিসি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার ওমর ফারুকের সভাপতিত্বে ও এমইএস কলেজ ছাত্রলীগ নেতা মো. নিলয় চৌধুরীর পরিচালনায় বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) নগরীর পাঁচলাইশ থানা এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার শাহেদ মিজান।
তিনি বলেন, বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্ব-জলবায়ু পরিবর্তনে যেভাবে কাজ করে যাচ্ছেন তার ওই কাজকে সফল করার জন্য আমাদের সকলকে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করে যেতে হবে। এজন্য আমাদের সকলকে বেশি বেশি গাছের চারা রোপন করতে হবে। একটি গাছ কাটলে অন্তত তিনটি গাছের চারা রোপন করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন এমইএস কলেজ ছাত্রলীগ নেতা মোঃ শাহাদাত, মোঃ শিবলু, মোঃ আসিফ, মোঃ রফিক, মোঃ কামাল উদ্দিন চৌধুরী, ন্যাশনাল পলিটেকনিক ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন, মোঃ করিম, রাশেদ চৌধুরী, সিটিসি কলেজ ছাত্রলীগ নেতা মোঃ মেহেদী, মোঃ অভি, মোঃ জয় দাশ, মোঃ সুমন দাশ, মোঃ শহীদ আফ্রিদি, রুবেল দাশ, আসিফ মাহমুদ প্রমুখ।
বাংলাধারা/এফএস/এআই













