২৫ অক্টোবর ২০২৫

কবি এ.কে. সরকার শাওনের ‘শরৎ’ এর চারটি কবিতা

কাশকন্যা

শরৎ সেজেছে কাশফুলে
থরে বিথরে বালুচরে!
সাদা মেঘের শতদল উড়ছে
অপরূপা নীলাম্বরে!

ভাটির দেশে শুভ্র কাশবন
কেড়ে নিয়েছে মন,
নদীর তীর কত যে নিবিড়;
মন হয় উচাটন!

হাওয়ায় দোলে ফুলদল
উড়ে যেতে চায় সুদূরে;
মায়া-মমতায় আটকে আছে
পাশাপাশি অঙ্গাঙ্গীভাবে!

ফুলের মাঝে পাখীরা ওড়ে
প্রজাপতি নেচে চলে বাড়ি।
কাশকন্যাদের হাসির রেখায়
বিলীন হয়ে যায় পরী!

উদাসী আকাশ হাতছানি দেয়
ভাসাবে মেঘের ভেলায়!
সুরের ছোঁয়ায় মন রাঙাবে

মৃদুমন্দ পূবালী বায়!

কাশবনের রাজকন্যা

ধূসর সাদা কাশফুলে
ছেয়ে গেছে বালুচর।
নীলাকাশে উড়ছে
সাদা মেঘ স্তরে স্তর।

ধরাধামে নেমে এলো
এলোকেশী উর্বশী!
কপালেতে নীল টিপ
যেন পূর্ণিমা শশী।

নীল শাড়ি লাল পাড়ে
শ্যামলী তন্বী মনোহারী!
কাশবনের রাজকন্যা
যেন আসমানী পরী!

জোড়া ভ্রুর ডাগর চোখে
নজরকাড়া কাজল।
দুর্বিনীত হাওয়ায় উড়ছে
তার শাড়ির আঁচল।

তার মুখে ভাষা নেই
চোখে শুধু জল!
প্রকৃতির এত আয়োজন
সব হলো যে বিকল।

কবির অন্তর কাঁপে
সেও মূক বিহ্বল!
কথা কাব্য নৈবেদ্য

সব হলো যে বিফল!

শারদ সন্ধায়

অসীম নীলে মাতাল অনিলে
মেঘের তুলো ভাসে!
সবুজ দিগন্ত বন বনান্ত
প্রান খুলে হাসে!

সাদা নীলে দারুণ মিলে
দূর আকাশের গায়!
নীলে সবুজে দারুণ সাজে
দিকচক্রবাল রেখায়!

রংয়ের ছোঁয়ায় মন হারায়
অনিন্দ্য সুন্দর ধরা!
ছন্দ সুরে প্রাণ ভরে
আলোয় ভূবন ভরা!

কলা পাতা দোলায় মাথা
ভাসবে মেঘের সনে;
বাউলের চুল উড়ুক্কু কুন্তল
উড়বে দূর গগনে!

শরৎ আকাশ রম্য ক্যানভাস
স্বচ্ছ রহস্যময় নির্মল;
মেঘের পরে মেঘ উড়ছে
জগলুর চিত্ত বিহ্ববল!

শরীর ছেড়ে মন উড়
বিনি সুতার ডোরে;
উল্লাসে দূরে চিলেরা উড়ে
গোধূলির লাল আবীরে!

স্বচ্ছ টলটলে দিঘীর জলে
আকাশের মোহনীয় ছায়া!
সাঁঝের বেলা জগলু একেলা
জলতলে হারায় কায়া!

শুভ্র শরৎ

শ্রাবণ গিয়েছে ফিরে চুপিসারে
বর্ষাময় শান্ত সকালে!
নীল-সাদা শাড়ী পরে অগোচরে
ভাদ্র এসেছে ধরাতলে!

বৃষ্টি শেষে রোদ হাসে
রোদ হারায় মেঘে নিমিষে!
টক মিষ্টি ঝালের সৃষ্টি
সকাল সাঝের আকাশে!

ঝুম বৃষ্টি রোদ মিষ্টি;
কি অপূর্ব অনাসৃষ্টি!
নির্মল জ্যোতি শান্ত প্রকৃতি
ঝিলে শাপলার লুটোপুটি!

ভাদ্র শেষে আশ্বিন আসে
প্রকৃতি ছায় সাদা শুভ্রতায়!
ভাদ্র সূচনায়, আশ্বিন পূর্ণতায়
শরৎ স্বল্পায়ু কেন হায়!

আকাশ অমল নীল নির্মল
পেঁজা পুঞ্জ সাদা মেঘ ভাসে!
সবুজ ক্ষেতে ধানের শীষ
মুখ উচিয়ে উদ্ভাসে!

গাংয়ের পাড়ে নদীর চরে
ধূসর কাশফুলের আঁচল!
জুঁই-শিউলি ফুলের হাসি
শরতের মাধুরী কোমল!

ভাদ্র মাসে উষ্ণ বাতাসে
তাল পেকে রসে টসটস ;
অনুষ্ণ বাতে জ্যোৎস্না রাতে
ভাবুক বিবাগীর মন বেবশ!

আরও পড়ুন