২৪ অক্টোবর ২০২৫

জামায়াত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মিছিল, ৭ জন গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীতে জামায়াতের ১০ নেতাকর্মীকে মুক্তির দাবিতে মিছিলের একদিন পর আজ নগর শিবিরের ৭ নেতা গ্রেফতার। বুধবার (৮ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার হওয়া ৭ জন হলেন- নগর শিবিরের শিক্ষাবিষয়ক সম্পাদক ও প্রবাহ কোচিং সেন্টারের সহকারী নির্বাহী পরিচালক মিফতাহুল আলম (২৮), নগর জামায়াতের বায়তুল মাল বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম (৫৫), নগর শিবিরের সাথী ইরফান ইউনুস (২৮), নগর জামায়াতের সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আলী (৪০), জামায়াত কর্মী ইমরান আলী, মো. দেলোয়ার ও মো. আবু বক্কর সিদ্দিক।

বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

ওসি জাহিদুল কবির জানান, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা ও রাস্তায় যান চলাচল বিঘ্ন করে জনজীবন বিপন্ন করার ষড়যন্ত্রের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

ওসি জাহিদুল কবির জানান, এই মামলায় মোট ১৬ জন এজাহারভুক্ত আসামি রয়েছে। বাকিদের গ্রেফতার অভিযান অব্যহত আছে।

তিনি বলেন, ‘মঙ্গলবার মিছিল করার পরে জামায়াতের নেতারা কেউ বাসায় ছিল না। নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৭ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন