৩ নভেম্বর ২০২৫

গুইমারা ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৯ হাজার সুরক্ষা সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি»

পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৯ হাজার মাস্ক,  স্যানিটাইজারসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাএীদের জন্য ২০ বক্স হাইজিন সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপরের দিকে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে গুইমারা উপজেলার মাদরাসাসহ  ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মো:তুষার আহমেদ, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান উশ্যেপ্রু  মারমা।

অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজ ঝর্না এিপুরা, গুইমারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন প্রমুখ।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মো: তুষার আহমেদ বলেন, দীর্ঘদিন করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকার বন্ধ ঘোষণা করেন। বর্তমানে শিক্ষার্থীদের ভবিষৎতের কথা চিন্তা সরকার ১২ সেপ্টেম্বর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। প্রতিষ্ঠান গুলোতে সরকারের দেওয়া স্বাস্হ্যবিধির নির্দেশনা পালন নিশ্চিত করতে গুইমারা উপজেলা প্রশাসনের মাদরাসা সহ ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ