চন্দনাইশ প্রতিনিধি»
চন্দনাইশে বৌদ্ধ নারী সমাজকে সুসংগঠিত করতে প্রজ্ঞালোক কমপ্লেক্সের মাধ্যমে প্রজ্ঞালোক নারী উন্নয়ন ফোরাম কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি কানাইমাদারী প্রজ্ঞালোক কমপ্লেক্সে স্থানীয় চেয়ারম্যান হাবিবুর রহমান ও মহিলা নেত্রী সঞ্চিতা বড়ুয়ার উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে প্রবিত্রী বড়ুয়াকে সভাপতি, সঞ্চিতা বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
এছাড়া এতে ৩৩ জনকে বিভিন্ন পদে ও ১০ জনকে সাধারণ সদস্য করে কমিটি গঠন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রজ্ঞালোক কমপ্লেক্সের সভাপতি নিবু বড়ুয়া, সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া।
বাংলাধারা/এফএস/এফএস













