২৮ অক্টোবর ২০২৫

সোমবার থেকে টিকা কার্যক্রম চালাবে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল

বাংলাধারা প্রতিবেদন »

আগামী ১৩ সেপ্টেম্বর (সোমবার) থেকে টিকা কার্যক্রম চালাবে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, নতুন সময় অনুযায়ী ১৩ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত টিকা কার্যক্রম চালু থাকবে। এছাড়া ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে বর্হিবিভাগে।

এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় এবং করোনা টিকা কার্যক্রম নির্বিঘ্ন করতেই হাসপাতালের বর্হিবিভাগ সাময়িক বন্ধ রাখা হয়। যেহেতু করোনা সংক্রমণ কিছুটা কমে এসেছে তাই বর্হিবিভাগ পুনরায় চালু করা হচ্ছে। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বর্হিবিভাগ চালু থাকবে। দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত করোনা টিকা কার্যক্রম চালানো হবে।

এরআগে গত ১৫ জুলাই হাসপাতালের বর্হিবিভাগের সেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ৬০ দিন বন্ধ থাকার পর ১৫ সেপ্টেম্বর থেকে বর্হিবিভাগের এ সেবা পুনরায় চালু হচ্ছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন