২৮ অক্টোবর ২০২৫

আনোয়ারায় ৪ কিলোমিটার সড়কে প্রতিদিন তীব্র যানজট

খালেদ মনছুর, আনোয়ারা প্রতিনিধি »

আনেয়ারা উপজেলার পিএবি সড়কের কালাবিবির দিঘির মোড় থেকে দৌলতপুর ফাযিল হাট পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটে নাকাল ৪ উপজেলার যাত্রীদের।

প্রতিদিন সতাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। এতে করে ৪ উপজেলার রোগীবাহী অ্যাম্বোলেন্সসহ যাত্রীদের দুর্ভোগের শেষ নেই।

টানেল সড়ক নির্মাণ কাজ ও সরু সড়কে কর্ণফুলী ড্রাইডকের পণ্যবাহী শতাধিক ভারীযান ও সড়কের উন্নয়ন কাজ চলার কারণে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানান ট্রাফিক পুলিশ।

সকাল থেকে গভীর রাত অবধি চলতে থাকে এই যানজট। এদিকে রাত আটটার পর যানজট রেখেই বক্স বন্ধ করেই চলে যেতে দেখা যায় ট্রাফিক পুলিশদের। যার ফলে যাত্রীরা গাড়ী থেকে নেমে নিজেরাই নিজেদের যানজট নিরসনের চেষ্টা চালাতে দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, পিএবি সড়কে গত এক সপ্তাহ ধরে তীব্র যানজটে যাত্রীরা ভোগান্তি পড়েছে। আনোয়ারা কালাবিবির দিঘির মোড় থেকে পিএবি সড়কের ফাযিল খাঁর হাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক জুড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ যানজট লেগেই থাকে। এতে করে আনোয়ারা ছাড়াও এ সড়ক দিয়ে চলাচলকারী বাঁশখালী, পেকুয়া, মহেশখালী, চন্দনাইশ ও সাতকানীয়ার যাত্রীদেরও এ ভোগান্তিতে পড়তে হচ্ছে।

যাত্রীদের অভিযোগ, সড়কের উন্নয়ন কাজ চলার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে জানান ট্রাফিক পুলিশ। এতে করেই যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

আনোয়ারার বারকাইনের যাত্রী মো. ইউনুছ বলেন, এভাবে প্রতিদিন যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। এভাবে চলতে পারে না। ট্রাপিক পুলিশকে আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

আনোয়ারা চাতরী চৌমহনী ট্রাফিক ইনর্চাজ রেজাউল করিম জানান, সড়কে উন্নয়নের কাজ চলছে। অন্যদিকে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এর ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। ট্রাফিক পুলিশ এই যানজট নিরসনে হিমশিম খাচ্ছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন