২৫ অক্টোবর ২০২৫

এন আর নাহার- এর দু’টি ভালোবাসার কবিতা

চাওয়া ছিলো যা

নয়ত হিরে, নয়ত রতন
একটু কেবল মনের যতন,
নয়তো রূপা, নয়ত সোনা
একটু কেবল কথার বোনা,
চাওয়ার উপকরণ।

নয়ত সুখের অঢেল হাসি
দুঃখের সাথে পাশাপাশি,
নয়ত দামী জামা শাড়ি
নয়ত চাওয়া বিলাস বাড়ি,
সুখের উদাহরণ।

নয়ত মগ্ন নয়ত স্বপ্ন
পাড়ি দেয়া মৃত্যু জন্ম,
নয়ত বাঁধা ,নয়ত কারণ
মগজে মননে রাখবে স্মরন,
পাওয়ার অনুরণন।

কৌতুহলি ভাবনা

হতে পারিস মুক্তো আমার
শিশির ভেজা গায়,
তোর জন্য সকালটাকে
আনবো খালি পায়।

হতে পারিস হেমন্তেরই
স্নিগ্ধ তপ্ত দুপুর,
কাঁচা সোনা রঙের রোদে
ছড়িয়ে দিব সুদূর।

হতে পারিস ভেজা সন্ধ্যা
পাখির গানের সুর,
সবুজ পাতার খামে উড়ে
মন পালাবে দূর।

হতে পারিস সুনিল আকাশ
জোসনা ডুবা রাত,
হিমের পরশ মাখিয়ে নিবি
হাতে রেখে হাত।

হতে পারিস শাপলা শালুক
শান্ত পুকুর জলে,
শুনিয়ে যাবো মনের কথা
পানির ছলাৎ ছলে।

আরও পড়ুন