চন্দনাইশ প্রতিনিধি»
“হালাল খাও নামাজ পড়, আল্লাহ আল্লাহ জিকির কর, সব সমস্যা মিটে যাবে” শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর এই অমীয় বাণী কে ধারণ করে, চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আজ ১২ সেপ্টেম্বর রোববার মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সাতবাড়িয়া ইউনিয়ন শাখা কমিটির আয়োজনে সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক রতন কান্তি বড়ুয়ার সভাপতিত্বে, শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি চন্দনাইশ, লোহাগাড়া, বান্দরবান, কক্সবাজারের সমন্বয়কারী আবদুর রহমান, সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির, ম্যানেজিং কমিটির সদস্য আবদুল্লাহ আল হারুন, সাংবাদিক আজিমুশ শানুল হক দস্তগীরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী মো. রাশেদুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম, মো. সুমন, মো. সোহেল প্রমুখ।
অনুষ্ঠান শেষে স্কুলের অর্ধ সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে প্রত্যেকে ২ টি খাতা , ২ টি কলম, ১ টি মাস্ক ও বিশেষ পুরস্কার তুলে দেয়া হয়।
বাংলাধারা/এফএস/এফএস













