২৮ অক্টোবর ২০২৫

স্বাস্থ্যবিধি তদারকিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের মনিটরিং টিম গঠন

বাংলাধারা প্রতিবেদন »

আজ ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশের ন্যায় চট্টগ্রামেও খুলে দিয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ঠিক রাখতে সরকার একাধিক নির্দেশনা দিয়েছে।

এবার সেই নির্দেশনা তদারকিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ড একটি মনিটরিং টিম গঠন করেছে।

রোববার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ ও উপসচিব মোহাম্মদ বেলাল হোসেনের নেতৃত্বে মনিটরিং টিম চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

এছাড়াও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আরও দুটি টিম চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তদারকি করছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ গণমাধ্যমকে বলেন, সকাল থেকে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মানার বিষয়ে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছি। তারা যাতে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপসচিব মোহাম্মদ বেলাল হোসেন বলেন, স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। প্রায় সব প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন রয়েছে। তবে কিছু প্রতিষ্ঠান এখনো উদাসীন।

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কাপাসগোলা সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ উদাসীন ছিলেন। অধ্যক্ষ ও প্রধান শিক্ষক কোনো ব্যবস্থা নেয়নি। স্কুলের ভেতরে নিচ তলায় জমে ছিল পানি।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন