কক্সবাজার প্রতিনিধি»
কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে ৪০-৪৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মেরিনড্রাইভ কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
বাহারছড়া শামলাপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কচ্ছপিয়া গ্রামের পশ্চিমে মেরিনড্রাইভ সড়কের কালভার্টের নিচে মরদেহটি পাওয়া যায়। এটি অপরিচিত। স্থানীয় লোকজন লাশটি দেখে পুলিশকে খবর দেয়।
টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান বলেন- সাদা পাঞ্জাবি পায়জামা পরিহিত লাশটির কোথাও ক্ষতচিহ্ন নেই। তবে নাকে-মুখে রক্ত বের হওয়ার চিহ্ন দেখা যায়। এখনো নিহতের আত্মীয় স্বজনের সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস













