২৮ অক্টোবর ২০২৫

ভাটিয়ারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় নিশীতা ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দ্রুত ট্রেনের লাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি বলে জানান পুলিশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে ভাটিয়ারী ইউনিয়নের বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামে আসা নিশীতা ট্রেনটি ভাটিয়ারী অতিক্রম কালে এক যুবক রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

এ ব্যাপারে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জহিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে চট্টগ্রামে আসা নিশীতা ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত হন। এই নিহতের পরনে নীল রংয়ের লুঙ্গি ও গায়ে সাদা পাঞ্জাবি ছিল। লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য আমরা চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করি। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

বাংলাধারা/এআই

আরও পড়ুন