২৮ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আরেক ইউপি চেয়ারম্যানের গায়ে হাত তোলার অভিযোগ

সুমন পল্লব, হাটহাজারী প্রতিনিধি »

হাটহাজারীতে সরকারি একটি অনুষ্ঠান শেষে ছিপাতলী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আহসান লাভুর গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে গুমানমর্দ্দন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমানের বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘হাটহাজারী উপজেলার নৈতিকতা কমিটির সভা’ নামে অনুষ্ঠান শেষে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের মধ্যস্থতায় উভয়কে মিলিয়ে দেয়া হয়েছে।

জানা গেছে, উপজেলা পরিষদ মিলনায়তনে ‘হাটহাজারী উপজেলার নৈতিকতা কমিটির সভা’ নামে অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে একটি প্রজেক্ট নিয়ে ছিপাতলী চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। প্রত্যুত্তরে ছিপাতলীর চেয়ারম্যান অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের আহবান জানান এবং তিনিও কিছু দুর্নীতির বিষয় তুলে ধরেন। পরবর্তীতে অনুষ্ঠান শেষে এ নিয়ে ক্ষিপ্ত হয়ে পরিষদের নিচ তলায় গুমানমর্দ্দন ইউনিয়নের চেয়ারম্যান ছিপাতলী চেয়ারম্যানের গায়ে হাত তোলেন।

জানতে চাইলে চেয়ারম্যান লাভু বলেন, অনুষ্ঠানে আমি কিছু অনিয়মের কথা তুলে ধরেছিলাম। তার পাল্টা বক্তব্যে দিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান। আমার বিরুদ্ধে একটি প্রজেক্ট নিয়ে অনিয়মের কথা জানায়। উনার কাছে নাকি কে বা কারা অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয়ে আমি সুষ্ঠু তদন্তের দাবি জানাই। ব্যস এটুকুই। পরবর্তীতে মিটিং শেষে হঠাৎ মুজিব চেয়ারম্যান আমার উপর চড়াও হয়। কিছুদিন আগেও কলেজের একটা বিষয় নিয়ে আমাকে হুমকি দিয়েছিলেন এ হামলা তারই প্রতিফলন।

মারধরের অভিযোগ অস্বীকার করে মুজিব চেয়ারম্যান বলেন, আমাদের মধ্যে একটা বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছিল। উপজেলা চেয়ারম্যান মিটমাট করে দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম জানান, মতের অমিল কিংবা বিবাদ হতেই পারে তাই বলে গায়ে হাত তোলা মোটেও কাম্য নয়। মুজিব চেয়ারম্যান উনার ভুল বুঝতে পেরেছেন। উনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। পরে উভয়কে মিলিয়ে দেয়া হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম রাশেদুল আলম জানান, স্কুলের একটা প্রজেক্ট নিয়ে বাড়াবাড়ির এক পর্যায়ে মুজিব চেয়ারম্যান লাভু চেয়ারম্যানের গায়ে হাত তোলেন। তবে ঘটনার পর পরই উভয়কে ডেকে মিলিয়ে দেয়া হয়েছে।

বাংলাধারা/এআই

আরও পড়ুন