বাংলাধারা ডেস্ক »
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে মাদকসহ বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী তিন ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের সেলিম ভূইয়ার ছেলে এলেন ভূইয়া, এরশাদ ভূইয়া ও হানিফ ভূইয়া। তারা আপন তিন ভাই।
আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তিন ভাইয়ের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে গ্রেফতারকৃত এরশাদ আট মামলার, এলেন তিন মামলার ও হানিফ এক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তাদেরকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এআই













