১৬ ডিসেম্বর ২০২৫

গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণে ১ ব্যক্তি নিহত

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড় এলাকায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় সেটি বিস্ফোরিত হয়ে বেলাল হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বাইশ গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে।  তিনি নগরীর ওয়াসার মোড় এলাকার আজমীর ভলকানাইজিং শপের মালিক।  

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) বায়েজিত সজল বলেন, বুধবার রাত সোয়া ১০টার সময় ওই দোকানে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় তা বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন বেলাল হোসেন। সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ