১৭ ডিসেম্বর ২০২৫

প্রীতিলতার শুটিং, চট্টগ্রামে টানা ২০ দিন থাকবেন পরীমনি

বিনোদন ডেস্ক»

বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মাতা রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের প্রীতিলতার ভূমিকায় অভিনয় করছেন পরীমনি। সেই সিনেমার কাজে ২৭ অক্টোবর চট্টগ্রামে আসবেন পরীমনি। শুটিংয়ের কাজে চট্টগ্রামে থাকবেন টানা ২০ দিন। ‘প্রীতিলতা’ সিনেমার বড় একটি শুটিং হবে চট্টগ্রামের বিভিন্ন স্পটে।

পরিচালক রাশিদ পলাশ বললেন, ‘টানা শুটিং করার পরিকল্পনা করেছি। ২০ দিন টানা চট্টগ্রামে শুটিং হবে। তারপর আবার ঢাকায় কাজ হবে। এ লটেই আমরা সিনেমার কাজ শেষ করব। সেভাবেই এগিয়ে যাচ্ছি।’

নির্মাতা জানান, ‘সামনে পরীমনির জন্মদিন। জন্মদিনের পরই তাকে নিয়ে চট্টগ্রামের শুটিং সেটে চলে যাবে ইউনিট।‘

এ প্রসঙ্গে পরীমনি বলেন, শরীরের অবস্থা খুব বেশি ভালো না। ঠান্ডা লেগে আছে। তার মধ্যেই কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছি।

 ‘গুনিন’ সিনেমার মাধ্যমে লাইট-ক্যামেরার সামনে ফিরছেন পরীমনি। ৫০ বছর আগের কৃষিজীবী একটি গ্রামের গল্পে নির্মিত সিনেমাটির শুটিং শুরু হবে ১০ অক্টোবর থেকে।

 ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের প্রথম কিস্তির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে রাশিদ পলাশের পরিচালনায় ছবিটিতে পরীমনি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা প্রমুখ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ