বাংলাধারা ডেস্ক »
নোয়াখালীর বেগমগঞ্জে আসামি নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ দুর্ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান সিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেলা কারাগার থেকে চার আসামিকে লক্ষ্মীপুর নেয়ার সময় পথে বেগমগঞ্জের কেন্দুরবাগ এলাকায় পুলিশের মাইক্রোবাসে বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে গেলে গাড়িতে থাকা চার পুলিশ সদস্য দগ্ধ হন।
ওসি জানান, আসামিরা বেগমগঞ্জ থানা হেফাজতে আছেন।
বাংলাধারা/এআই













