বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামে এইচকে ফুড অ্যান্ড বেভারেজকে (ঈশা ড্রিংকিং ওয়াটার) জরিমানা করা হয়েছে।
লাইসেন্স ছাড়াই বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মানচিহ্ন ব্যবহার করে ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিক্রি করায় তাদের জরিমানা করা হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজের নেতৃত্বে এক অভিযানে এই জরিমানা করা হয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, বিএসটিআই’র অনুমোদন ছাড়াই ওই কারখানায় উৎপাদিত পানির মোড়কে লোগো বা মানচিহ্ন ব্যবহার করা হচ্ছিল। তাই বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের পক্ষে প্রসিকিউটর ছিলেন ফিল্ড অফিসার (সিএম) মো. শহীদুল ইসলাম।
বাংলাধারা/এফএস/এফএস













