২৪ অক্টোবর ২০২৫

সীমান্তে চোরাচালান নিরোধ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপওা সমন্বয় সভা অনুষ্ঠিত

জসিম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি»

পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা সেক্টরের আওতায় পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন  (৪০বিজিবি)’র  উদ্যোগে সীমান্তে চোরাচালান নিরোধ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপওা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পলাশপুর জোন খেদাছড়া  (৪০বিজিবি) ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে পলাশপুর জোন অধিনায়ক লে.কর্ণেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন পিএসসি’র সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: খোরশেদ আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা ফরেষ্ট রেঞ্জার জিএম  আলমগীর হোসেন মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মো:জসিম উদ্দিন জয়নাল বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

এছাড়াও বক্তব্য রাখেন বর্নাল   ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো:ইউনুচ, বেলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব তপন এিপুরা, খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:ইকবাল হোসেন,গুমতি বিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল হুদা।

প্রধান অতিথির  বক্তব্যে পলাশপুর জোন খেদাছড়া (৪০বিজিবি) ব্যাটালিয়নের   অধিনায়ক লে.কর্ণেল মো: সালাহ উদ্দিন নয়ন পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বিজিবি উল্লেখ করে তিনি বলেন করোনা কালীন সময়ে পলাশপুর জোন অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করেছে।  পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্র,সীমান্ত দিয়ে পারাপার সীমান্তের পাশে  মাদকদ্রব্য চাষ অবৈধ ভাবে ভারত থেকে গবাদিপশু, অবৈধ কাঠ, পাচার আগের চেয়ে অপরাধ অনেক কমেছে।গত এবছরে পলাশপুর জোন সীমান্ত দিয়ে আসা অবৈধ বিভিন্ন মাদকদ্রব্য, গবাদিপশু নিলামে বিক্রি করে সরকারের কোষাগারে ৫৮লাখ টাকা জমা দেওয়া হয়েছে।  চোরাচালান নিরোধে বিজিবিকে তথ্যদিয়ে সহযোগিতা করার জন্য স্হানীয় দায়িত্বশীল ব্যক্তিদের আহবান জানান এসময় তিনি ইউপি নির্বাচনকে সামনে রেখে বিজিবি নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলায় কাজ করবে বলে উল্লেখ করে বলেন,ইউপি নির্বাচনকে ঘিরে কোন ধরনের নাশকতা কেউ যদি সৃষ্টি করতে চায়  কাউকে ছাড় দেওয়া হবেনা। যেকোন মুল্যে নির্বাচনকে অবাধ সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে করতে বিজিবি তৎপর থাকবে।সকল মতবিরোধ ভূলে এলাকার শান্তি প্রতিষ্টার লক্ষে সকলকে দলমত নির্বিশেষে একসাথে মিলেমিশে কাজ করার আহবান জানান, পলাশপুর জোন খেদাছড়া (৪০বিজিবি) ব্যাটালিয়নের পলাশপুর জোন অধিনায়ক লে.কর্ণেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন পিএসসি।

অন্যান্যের মাঝে, বিজিবি’র বিভিন্ন ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ,জনপ্রতিনিধি, ,সাংবাদিক হেডম্যান-কার্বারি,  শিক্ষক প্রতিনিধি,সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন