হাটহাজারী চট্টগ্রাম»
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পশ্চিম সুজানগর নগর এলাকার দরগা টিলা প্রকাশ পুরাতন কবরস্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী আল্লাউদ্দীন জানায়, পৌরসভার দরগা টিলা এলাকায় সকাল ১০টার দিকে জ্বালানি কাঠ সংগ্রহের সময় লাশটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে লাশের পরিচয় পাওয়া জানা যায় নি।
হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন,তিনি আরও জানান, এখনও লাশটির পরিচয় পাওয়া জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাধারা/এফএস/এফএস













