বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন কালিরহাট এলাকাস্থ একটি বাসা থেকে জান্নাতুল ফেরদৌস উর্মি (২১) নামে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে কালিরহাট মঞ্জুর কলোনির ২ নম্বর গলির ৭ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, বেলা বেড়ে যাওয়ার পরও ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি শুরু করে পাশের বাসার ভাড়াটিয়া। কোনও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। তিনি জানান, উর্মি গত ১ অক্টোবর বাসাটি ভাড়া নিয়েছিল এবং গার্মেন্টসে চাকরিরত ছিল। তার পিতা মোজাম্মেল হক, বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।
বাংলাধারা/এফএস/এফএস













