হাটহাজারী প্রতিনিধি»
চট্টগ্রামের হাটহাজারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় আব্দুস সোবহান (৭৫)নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫অক্টোবর) সকাল সাড়ে সাতটা সময় পৌরসভার মিরেরহাট এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা সংঘটিত হয়। নিহত সোবহান মীরেরহাট পশ্চিম আলমপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চাল কিনতে দোকানে যাচ্ছিল আব্দুস সোবহান। এ সময় নাজিরহাট থেকে চট্টগ্রামগামী একটি ট্রেন মীরেরহাট আসলে চলন্ত অবস্থায় ট্রেনের সাথে বৃদ্ধ ধাক্কা খেয়ে পড়ে যায়। তার মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় কয়েকজন ব্যক্তি দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন সত্যতা স্বীকার করে বলেন, রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস













