আনোয়ারা প্রতিনিধি»
আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নে কোস্ট ফাউন্ডেশন আয়োজিত “কমিউনিটিতে ন্যায়বিচার প্রবেশাধিকার” নামক আইন মন্ত্রনালয়ের এক প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) সভা উপলক্ষে চাতরী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কোস্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কোস্ট ফাউন্ডেশনের কমিউনিটি প্যারালিগ্যাল হাসনাত করিমের সন্ঞ্চালনায় এবং প্যানেল চেয়ারম্যান মোঃ ইলিয়াছের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি সদস্য অহিদুল ইসলাম টিপু।
সভায় স্বাগত বক্তব্য এবং প্রকল্প সম্পর্কে বিস্তারিত অবহিত করেন কোস্ট ফাউন্ডেশনের মনিটরিং এবং ইভ্যালুয়েশন অফিসার উপমা দাশ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক খালেদ মনছুর,ইউপি সদস্য আবদুল মান্নান, রঘুনাথ সরকার, বিকাশ ঘোষ,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আয়েশা বেগম, মাওলানা লোকমান হাকিম,দফাদার মামুন,সাব্বির উদ্দীন এবং আছমা আক্তার।সভায় বক্তারা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অঙ্গীকার করেন এবং গরিব মানুষ যাতে সহজে আইনী সেবা পেতে পারে এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, “কমিউনিটিতে ন্যায়বিচার প্রবেশাধিকার” প্রকল্পটি জার্মান সরকার,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় জিআইজেড বাংলাদেশের কারিগরি সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে আনোয়ারা উপজেলার আনোয়ারা সদর,চাতরী,হাইলধর পরৈকোড়া ইউনিয়ন এবং বাশখালী উপজেলার পুকুরিয়া, সাধনপুর,খানখানাবাদ এবং বাহাড়ছড়া ইউনিয়নে বাস্তবায়ন করছে।
বাংলাধারা/এফএস/এফএস