আনোয়ারা প্রতিনিধি»
আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে ফুটবল খেলার সময় বজ্রপাতে মো.ফোরকান(১৫) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছ।
শুক্রবার(১৫ অক্টোবর) বিকাল ৫ টায় ইউনিয়নের খোর্দ্দ গহিরা ও দক্ষিণ সরেঙ্গা গ্রামে পৃথক দুটি ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। এসময় অপর ছয়জন আহত হয়েছ। আহতরা হলেন, রাকিব(১৫), আতিক(১৫), আবদুল হালিম(১৬), আতিক(১৬) ও সাকিব(১৫) নামে ৫ জন আহত হয়েছে। পৃথক ঘটনায় জাহানারা বেগম(৫৫) নামে এক গৃহবধুও আহত হয়।
ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে স্থানীয় বেসরকারী ক্লিনিক ও আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক ফোরকানকে মৃত ঘোষনা করেন এবং আহত জাহানারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন। নিহত ফোরকান রায়পুর গ্রামের খতিরবাপের বাড়ী মো. ইউসুপের পুত্র। আহত মো. রাকিব, মো. আতিক, আবদুল হালিম ও মো. সাকিবের বাড়ী রায়পুর গ্রামে এবং মো. আতিকের বাড়ী খোর্দ্দ গহিরা ও জাহানার বেগম রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামের আলী আকবরের স্ত্রী।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আবু তাহের জানান, শুক্রবার বিকালে ফোরকান অন্যদের সাথে খোর্দ্দ গহিরা এলাকায় ফুটবল খেলার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।বজ্রপাত ফোরকানসহ অন্যান্যদের শরীরে আঘাত হানে। এসময় তাদের শরীর জলসে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আইডিয়েল ক্লিনিকের পরিচালক কামাল উদ্দিন জানায়, বজ্রপাতে আহত ৫ কিশোরকে তাদের ক্লিনিকে ভর্তি করানো হয়। চিকিৎসা শেষে শনিবার দুপুরে তারা সুস্থ হয়ে বাড়ী ফিরে যায়।
আনোয়ারা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তহা জানান, বজ্রপাতে আহত ফোরকান ও জাহানারা বেগম নামে২ জনকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে ফোরকান মারা গেছেন। ১ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বাংলাধারা/এফএস/এফএস













