২৫ অক্টোবর ২০২৫

শিবমন্দির এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মাঝে নগদ অর্থ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি»

পার্বত্য খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের শিবমন্দির এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮ দোকানি’র মাঝে নগদ ৬০হাজার টাকা বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) দুপুরের দিকে ভাইবোনছড়া ইউনিয়নের  শিবমন্দির  এলাকার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে নগদ অর্থ  তুলে দেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন।

এলাকাবাসী সূএে জানা যায়,গতকাল গভীর রাতে শিবমন্দির এলাকায় মন্দিরের দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকান্ডের সূএপাত বলে প্রাথমিক ভাবে ধারা করা হচ্ছে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ ৮টি মুদিদোকানের আনুমানিক ৪৮লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা।

এসময়, খাগড়াছড়ি সদর উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান,ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল এিপুরা,শিবমন্দির ৬নং ওয়ার্ডের মেম্বার শান্তিরঞ্জন চাকমা,ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ২ আসনের মহিলা মেম্বার করুনাময় চাকমা,ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার অর্জন চাকমা প্রমুখ।

ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ দোকান মালিকদের  উপজেলা প্রশাসনও দূর্যোগ ব্যবস্হপনা এাণ মন্ত্রনালয়ের সহযোগিতা ৮দোকানিকে  প্রতি জন ৭হাজার ৫শ টাকা করে মোট  ৬০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা  হয়েছে।

ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ শেষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকাটি পরিদর্শনকালে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন বলেন, বর্তমানে সব জায়গায় সবার ধর্মীয় অনুষ্টান চলছে সবাই শান্তিপূন ভাবে ধর্মীয় অনুষ্টান পালন করেন এলাকায় কোন সমস্যা হলে সাথে সাথে আমাকে অবহিত করবেন। উপজেলা প্রশাসনের পক্ষথেকে আপনাদের সামান্য সহযোগিতা করেছি জেলা প্রশাসক মহোদয়ের কাছে অবহিত করে আগামীতে আর্থিক ও ত্রাণ সামগ্রীর সহায়তার আশ্বাস দেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন