২৫ অক্টোবর ২০২৫

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের রোগমুক্তি কামনা করেছেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

বাংলাধারা প্রতিবেদন»

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির রোগ মুক্তি কামনা করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

টেলিফোনে তিনি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের খোঁজ খবর নিয়েছেন এবং তার রোগমুক্ত কামনা করেছেন। এছাড়াও তিনি তার পরিবারের সকলের খোঁজখবর নিয়ে তাদের পাশে থাকার কথা জানিয়েছেন।

শিক্ষা উপমন্ত্রী বাংলাধারাকে বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রামের অভিভাবক। তার হাতেই চট্টগ্রামে আওয়ামী লীগের বহু নেতাকর্মীর রাজনীতির হাতেখড়ি হয়েছে।

তিনি আরও বলেন, মনে প্রাণে একটি রাজনৈতিক আদর্শকে লালন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তার কাছে আমাদের সকলের অনেক কিছুই শেখার আছে।

এছাড়া, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে  চট্টগ্রামসহ দেশের সর্বস্তরের  জনসাধারণ ও দলীয় নেতা-কর্মীদের নিকট দোয়া চেয়েছেন শিক্ষা উপমন্ত্রী।

উল্লেখ্য, সাবেক মন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি বর্তমানে অসুস্থ অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেলে বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন