২৭ অক্টোবর ২০২৫

নানা অভিযোগ থাকার পরও বহাল শিক্ষক!

বোয়ালখালী প্রতিনিধি»

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বড়ুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিজিয়া বেগমের বিরুদ্ধে রয়েছে নানান অনিয়মের অভিযোগ। তারপরও তিনি রয়েছেন বহাল তবিয়তে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়ের ভূমি দাতা দুলাল বড়ুয়াসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি শিক্ষক রিজিয়া বেগমের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎসহ দুর্নীতি-অনিয়মের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের ভূমি দাতা দুলাল বড়ুয়া। গত বছরের ১৮ ফেব্রুয়ারি বিদ্যালয়ের হাজিরা খাতায় স্বাক্ষর করতে না দেওয়া ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের কর্মরত তিন সহকারি শিক্ষক। এছাড়া গত ২০১৭ সালে ৪ ফেব্রুয়ারি নিজের ব্যক্তিগত মোবাইল ভাঙ্গা নিয়ে শিক্ষার্থীদের ওপর দোষ চাপান এবং শিক্ষার্থীদের ‘আটা পড়া’ দিয়ে এলাকায় সমালোচিত হন রিজিয়া বেগম।

ভূমি দাতা দুলাল বড়ুয়া বলেন, প্রতিনিয়তই শিক্ষক রিজিয়া বেগমের অশ্লীল আচরণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা আক্রান্ত হচ্ছেন। এতো অভিযোগ থাকার পরও তার বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় তিনি দিনদিন বেপরোয়া হয়ে ওঠছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, শিক্ষক রিজিয়া বেগমের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছিলো। তবে তিনি পুন:তদন্তের আবেদন করায় আবারো তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত চলছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন