২৭ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুল পড়ুয়া এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হোসেন সিকদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফাতেমা আক্তার (১৪) ওই এলাকার মো. হাসান আলী সিকদারের মেয়ে। সে স্থানীয় উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। 

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে খাওয়া-দাওয়ার পর নিজ কক্ষে ঘুমাতে যায় ফাতেমা। সকালে ঘুম থেকে না ওঠায় দরজা ভেঙ্গে ফাতেমার ঝুলন্ত মরদেহ দেখা যায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ মর্গে পাঠানো হবে। 

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন