জেলা প্রতিনিধি, কক্সবাজার»
পিস্তল পেয়ে আহ্লাদে তোলা একটি ছবিই কাল হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গা যুবক জুবায়ের’র। পিস্তল হাতে করা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়ে ভাইরাল হবার পর জুবায়েরকে (৩০) গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। তিনি ওই ক্যাম্পের মো. সিদ্দিকের ছেলে।
এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবক জুবায়েরকে (৩০) তার শেড হতে আটক করা হয়। তিনি ক্যাম্প অভ্যন্তরে ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে অপহরণ, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পিস্তল হাতে তার একটি ছবি ভাইরাল হয়।
কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস













