২৪ অক্টোবর ২০২৫

হাটহাজারীতে ২’শত পিস ইয়াবাসহ যুবক আটক

হাটহাজারী প্রতিনিধি»

চট্টগ্রামে হাটহাজারীতে ২শত পিস ইয়াবাসহ মোঃজাহেদ( ৩০) নামে এক  যুবক আটক করেছে হাটহাজারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম   ক সার্কেল। মঙ্গলবার (৯নভেম্বর)সকালে পৌরসদরস্ত ২নং ওয়া পশ্চিম দেওয়াননগর  এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকৃত পৌরসদরস্ত  পশ্চিম দেওয়াননগর এলাকার মিয়াজী পাড়া(অলি আহাম্মদ সুবেদার বাড়ি মোঃ নুরুল ইসলাম এর পুত্র।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর হাটহাজারী সার্কেলের ক এর উপ পরিদর্শক মোঃশফিউর রহমান  বলেন,গোপন সংবাদের ভিত্তিতেপৌরসদরস্ত  পশ্চিম দেওয়ান নগর মিয়াজীপাড়া অলি আহাম্মদ সুবেদার বাড়ির সেমিপাকা বসতঘরে অভিযান চালিয়ে ২০০ (দুইশত) পিস ইয়াবা সহ আসামী মোঃ জাহেদ (৩০) হাতেনাতে গ্রেফতার করে হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন