ইফতি ইমু»
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ চট্টগ্রামের উদ্যোগে মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কেন্দ্রীয় সাংস্কৃতিক দলের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
সোমবার (৮ নভেম্বর) রাতে নগরীর ফয়েজলেক আনসার ব্যাটালিয়ন প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ শাহাবুদ্দিন( বি এ এম এস,)।
এতে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম রেঞ্জের পরিচালক, মোহাম্মদ সাইফুজ্জামান ( পি এম এস,)’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য,১৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক, মোহাম্মদ আবদুল আউয়াল, ৩০ আনসার ব্যাটালিয়নের পরিচালক, কামরুন নাহার, ১৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক, আশীষ কুমার ভট্টাচার্য, ৩২ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক, এ এস এম আজিম উদ্দিন, চট্টগ্রাম জেলা কমান্ডান্ট আশরাফ হোসেন সিদ্দিক, সহকারী পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান খান,সহকারী জেলা কমান্ডান্ট মোঃ আসাদুজ্জামান, সার্কেল এডজুট্যান্ট মোঃ মিজানুর রহমান চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ।
পরে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কেন্দ্রীয় সাংকৃতিক দলের অংশগ্রহণে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় ।
বাংলাধারা/এফএস/এফএস