২৯ অক্টোবর ২০২৫

রাঙামাটি জেলার ৮টি ইউপিতে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন চলছে

রাঙামাটি প্রতিনিধি»

তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে রাঙামাটির কাউখালী, রাজস্থলী উপজেলার কাপ্তাই উপজেলার ৮টি ইউনিয়নে শান্তিপূর্নভাবে নির্বাচন চলছে। সকাল থেকে নারী-পুরুষ উৎসব মূখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

রাঙামাটি জেলার ৩টি উপজেলার মধ্যে কাউখালী উপজেলার ৪টি, রাজস্থলী উপজেলায় ৩টি ও কাপ্তাই উপজেলায় ১টি ইউনিয়নে সকাল থেকে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন চলছে। কাউখালী উপজেলায় ৪টি ইউনিয়নের মধ্যে বেতবুনিয়া ও কলমপতি ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় ঘাগড়া ও ফটিকছড়ি ইউনিয়নে নির্বাচন চলছে।

এসব ইউনিয়নের ভোট কেন্দ্রে নারী-পুরুষ সকাল থেকে উৎসবমূখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোট গ্রহন চলাকালে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচনকে সুষ্ঠভাবে পরিচালনায় সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোর আশে-পাশের এলাকাগুলোতে র‌্যাব-বিজিবি, পুলিশের টহল অব্যাহত রয়েছে। এছাড়াও জরুরী প্রয়োজনে রয়েছে ষ্ট্যাইকিং ফোর্স।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন