২৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম টেস্টে তাইজুলের শিকার ৭ উইকেট

শাহ আব্দুল্লাহ আল রাহাত»

চট্টগ্রাম টেস্টে শুরুতে হোচঁট খেলেও লিটন মুশফিকের দায়িত্বশীল ব্যাটিং-এ দারুণ পুজিঁ পায় বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে অল আউট হওয়ার আগে ৩৩০ রান সংগ্রহ করে মুমিনুলরা। দলের হয়ে সর্বোচ্চ ১১৪ করে লিটন দাশ। এছাড়া মুশফিকুর রহিম ব্যাট থেকে আসে ৯১ রান। শেষ দিকে ৩৮ রানের ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ। এরপর ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়েই ১৪৬ রান তুলে ফেলেন দুই পাকিস্তানি ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিক।

আগের দিনে একটি উইকেট নিতে পারলেও তৃতীয় দিনের শুরুতেই চমক দেখান স্পিনার তাইজুল ইসলাম। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে বসে পাকিস্তান। একপ্রান্ত ধরে রেখে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি হাঁকান আবেদ আলী। তবে অন্যপ্রান্ত নিয়মিত উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ পর্যন্ত ভয়ংকর হয়ে ওঠা আবেদ আলীকে ১৩২ রানে সাজঘরে ফিরান তাইজুল।এছাড়া বাবর আজম,ফাহাদ আলমও পড়েন তাইজুলের স্পিন ফাদেঁ।

এরপর হাসান আলী, নুমান আলীকে এবং ফাহিমকে প্যাভিলিয়িনের পথ ধরান তাইজুল। সে সাথে একাই শিকার ৭ উইকেট।বাংলাদেশের পক্ষে ২ টি উইকেট নেন এবাদত এবং একটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তান অল আউট ২৮৬ রানে।

৪৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। তবে সাদমান,শান্ত মুমিনুলের উইকেট হারিয়ে আবোরো ব্যাকফুটে বাংলাদেশ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন