২৫ অক্টোবর ২০২৫

দলীয় মনোনয়ন না পেয়ে ‌‘স্বতন্ত্র প্রার্থী’ হচ্ছেন আনোয়ারার শাহাদাত

আনোয়ারা প্রতিনিধি »

দলীয় প্রতীক না পাওয়ার পর স্থানীয় জনগণের বিক্ষোভের মুখে স্বতন্ত্র প্রার্থী হয়ে আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার নির্বাচন কার্যলয়ের সামনে এলাকার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং শাহাদাত হোসেন চৌধুরীকে আগামী ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার দাবি জানান স্থানীয়রা। তাদের দাবীর মুখে স্বতন্ত্র প্রতীকে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন এবং স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম জমা দেন।

মিছিল নিয়ে আসা লোকজনের উদ্দেশে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, আমি আজীবন আওয়ামী লীগ হিসেবে থাকতে চাই, দলের সিদ্ধান্ত ও আমার রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির বাইরে আমি কোনদিন যাইনি। আজ আপনাদের ভালবাসা আমাকে আজীবন ঋণী করে রাখবে। আমার নির্বাচন করার ইচ্ছা ছিল না। আপনাদের দাবির মুখে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

ইউনিয়নের হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান এবং চেয়ারম্যানকে নির্বাচন করার জন্য আহবান জানিয়ে শ্লোগান দেন।

এরআগে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। এ ইউনিয়ন থেকে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী।

আরও পড়ুন