২৮ অক্টোবর ২০২৫

সদরঘাটে বস্তিতে আগুন, ৩৩ ঘর পুড়ে ছাই

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের নগরীর সদরঘাট থানার আগ্রাবাদ ডিটি রোড এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বস্তির ৩৩টি ঘর পুড়ে গেছে।

শনিবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, আজ (শনিবার) ভোর ৪টা ২০ মিনিটে খবর আসে, আগ্রাবাদ ডিটি রোডের বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ স্টেশন থেকে ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টা ৪০ মিনিটের চেষ্টায় সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বস্তির তিন সারিতে থাকা ৩৩টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে বলেও জানান তিনি।

আরও পড়ুন