২৮ অক্টোবর ২০২৫

গরুকাণ্ডের পর এবার লিফটে আটকা যাত্রীরা, এক ঘণ্টা পর দরজা ভেঙে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজার বিমানবন্দরের লিফটে আটকা পড়ার দেড় ঘণ্টা পর ঢাকাগামী চার যাত্রীকে উদ্ধার করেছে দমকল বাহিনী।

শনিবার (১১ ডিসেম্বর) সকাল সোয়া নয়টায় বিমানবন্দরস্থ ব্যাংকের পাশের লিফট দিয়ে নিচে নামার সময় তারা আটকে পড়ে। আটকে পড়ার প্রায় এক ঘণ্টা পর ১০ টায় দরজা ভেঙে তাদেরকে উদ্ধার করা হয়।

উদ্ধার যাত্রীরা হলেন— বিপ্লব কুমার মহাজন, টুম্পা রানী বিশ্বাস, আন্তরিক মহাজন ও ঈমানা মহাজন। এরা সকলেই ইউএস বাংলার সকালের ফ্লাইটের যাত্রী ছিলেন।

বিমানবন্দর সূত্র জানায়, সকালে বিমানবন্দর এর লিফটে ভিতরে ইউএস-বাংলার বিমানের ৪ জন যাত্রী আটকে পড়ে। বিষয়টি বিমানবন্দরের কর্মচারিরা সিকিউরিটি অফিসারকে জানান। সেখান থেকে দমকল বাহিনীর সাথে যোগাযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের ৬ জন কর্মী লিফটের দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাদাত হোসাইন বলেন, ‘লিফট আটকে পড়া ৪ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তারা ইউএস বাংলার ফ্লাইটেই পরে ঢাকা গেছে।’

উল্লেখ্য, বিমানের ধাক্কায় গরু মারা যাওয়ার ঘটনাকে ঘিরে আলোচনা-সমালোচনার রেশ কাটতে না কাটতেই এবার কক্সবাজার বিমানবন্দরে লিফটের ভেতরে যাত্রী আটকা পড়ার ঘটনায় একে অশুভ লক্ষণ হিসেবে গণ্য করছেন সচেতন মহল। পর্যটন মৌসুমে আন্তর্জাতিক একটি বিমানবন্দরে একের পর অঘটনের বিষয়টি গভীরভাবে তদারকি করার দাবি জানান তারা।

আরও পড়ুন