২৮ অক্টোবর ২০২৫

গণপরিবহনে হাফ ভাড়া দিচ্ছেন চট্টগ্রামের শিক্ষার্থীরা

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর শুরু হয়েছে। প্রতিষ্ঠানের ইনিফর্ম ও পরিচয়পত্র দেখিয়ে হাফ ভাড়া দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন নগরের বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা। বিষয়টি তদারকি করছেন সংশ্লিষ্ট এলাকার পরিবহন নেতারা। শনিবার নগরের গণপরিবহনগুলোতে এমনই দৃশ্য দেখা গেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, আজ (১১ ডিসেম্বর) থেকে শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারবেন। আমাদের শর্তগুলো সবাইকে মেনে চলতে হবে। গণপরিবহনে ওঠার সময় শিক্ষার্থীদের অবশ্যই ছবিযুক্ত আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।

তিনি বলেন, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর হবে। সরকারি, সাপ্তাহিক ছুটি ও শিক্ষার্থীদের মৌসুমি ছুটির সময় হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধুমাত্র চট্টগ্রাম নগরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমরা শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান প্রদর্শন করে হাফ ভাড়া চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আশা করি শিক্ষার্থীরা হাফ ভাড়া দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন। সেখানে কোনও সমস্যা হলে আমাদের পরিবহন নেতাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিবো।

এর আগে গত রোববার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে চট্টগ্রাম নগরে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ শনিবার (১১ ডিসেম্বর) থেকে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার কথা বলেন।

আরও পড়ুন