২৫ অক্টোবর ২০২৫

হালিশহরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার বড়পোল মোড় এলাকা থেকে গাঁজাসহ মো. শাহাব উদ্দিন (২৭) নামে এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে বড়পোল মোড় এলাকা বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার শাহাব উদ্দিন ভোলার শশীভূষন থানার চরফ্যাশন এলাকার মো. হানিফের ছেলে।

হালিশহর এলাকার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জাহিদুল ইসলাম বলেন, বড়পোল মোড়ে ডিউটি করার সময় বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা যুবকের দিকে চোখ পড়লে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করি। তার উত্তর অসংলগ্ন মনে হলে তার ব্যাগ তল্লাশি করি। তাতে ২ কেজি গাঁজা পাওয়া যায়। পরে আটক ওই যুবককে হালিশহর থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।

আরও পড়ুন