২৮ অক্টোবর ২০২৫

উখিয়ায় অপহৃত ৩ রোহিঙ্গা উদ্ধার, শুটারগানসহ ৭ অপহরণকারী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি »

উখিয়ার ক্যাম্পে আধিপত্য বিস্তারে আরএসও কর্তৃক অপহৃত ৩ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৮)। এসময় ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ানশুটার গান। রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে ক্যাম্প ৯ এর সি-১৫ ব্লকে অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও আটক করা হয়।

উদ্ধারকৃত তিন রোহিঙ্গা হলো— ক্যাম্প-১০এর জি/৩৭ ব্লকের আবদুল মজিদের ছেলে মো. জকির (৩০), ক্যাম্প ৯ এর সি/৬ ব্লকের মৃত সালামতুল্লাহর ছেলে মো. রায়হান (৩৪) ও ক্যাম্প ৮ ওয়েষ্ট এর এ/২৫ ব্লকের মৃত নাগো মিয়ার ছেলে আব্দুল শুক্কুর (৩৫)।

গ্রেপ্তার ৭ অপহরণকারীরা হলো— ক্যাম্প ৯ এর সি/১১ ব্লকের মো. শফিকের ছেলে মো. সলিম(৩৬), হাসান রশিদের ছেলে মো. ওসমান(২২), মো. হোসেনের ছেলে সৈয়দুল আমিন(৩৫), জালাল আহমেদের ছেলে নুরুল আমিন (৪২), মো. হাসেমের ছেলে বশির আহম্মদ(৩৪), মো. ওয়ারিসের ছেলে মো. ইলিয়াস (৫৬), আলী হোসেনের ছেলে দিল মোহাম্মদ (৫২)। তারা ওই ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।

৮ এপিবিএন এর কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) মো. সিহাব কায়সার খান বলেন, একদল দুষ্কৃতিকারী ক্যাম্প-১০ থেকে ১৮ ডিসেম্বর রাত নয়টার দিকে ৩ জন এফডিএমএন সদস্যকে অপহরণ করে নিয়ে গেছে। অপহরণকারীরা তাদের আত্মীয় স্বজনের কাছে বিপুল পরিমাণ টাকা দাবি করছে। নতুবা তাদের মেরে ফেলার হুমকি প্রদান করে।

খবরে পেয়ে পানবাজার পুলিশ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদের নেতৃত্বে তৎপরতা শুরু করে পানবাজার পুলিশ ক্যাম্পের একটি চৌকস পুলিশ দল।
অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক ফয়জুল আজিম নোমান, সাব ইন্সপেক্টর শেখ মোহাম্মদ ইয়াছিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। ক্যাম্প ৯ এর সি ১৫ ব্লকে অভিযান চালিয়ে একটি ওয়ানশুটার গানসহ সাতজন অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত ৩ জন ব্যক্তিকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, অপহৃত ব্যক্তিদের জীবিত অবস্থায় উদ্ধার করার ফলশ্রুতিতে অপহৃতদের পরিবারের সদস্যসহ ক্যাম্পের সাধারণ রোহিঙ্গাদের মাঝে স্বস্তি বিরাজ করছে। ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তা ও তৎপরতার ফলে আরসা’র নিয়ন্ত্রণ শিথিল হয়েছে এবং ক্যাম্প এলাকায় সম্পূর্ণরূপে শান্তি বিরাজ করছে। এই সুযোগে দুষ্কৃতিকারী আরএসও ক্যাম্পে আধিপত্য বিস্তারের লক্ষ্যে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে প্রচার পায়। এ ঘটনায় অপহরণকারীদের বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র রাখা ও অপহরণের দায়ে কক্সবাজারের উখিয়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়া চলছে।

৮ এপিবিএন কমান্ডার বলেন, জিরো টলারেন্স’ নীতিতে ক্যাম্প এলাকায় দুষ্কৃতিকারীদের দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, অপহরণ ও চোরাকারবারি বন্ধ করাসহ সকল প্রকার অপরাধ দমনে ৮ এপিবিএন পুলিশ বদ্ধপরিকর। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এপিবিএন পুলিশ সার্বিক আইনি কার্যক্রম অব্যাহত রেখেছে।

আরও পড়ুন