২৮ অক্টোবর ২০২৫

আম গাছে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মৃতেদহ

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

কক্সবাজার শহরের বাসটার্মিনালে আমগাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাকে হত্যা করা হয়েছে নাকি আত্নহত্যা করেছে তা জানাতে পারেনি সদর থানা পুলিশ।

সোমবার (২০ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাসটার্মিনাল সংলগ্ন প্রধান সড়কের পূর্ব লারপাড়া জামে মসজিদের পাশের আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পরণে ছিল শুধু লুঙ্গি। শ্যামবর্ণের ওই যুবকের আনুমানিক বয়স হবে ৩০ বছর।

স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব লারপাড়া মসজিদের পাশের আম গাছে সোমবার ভোরে ঝুলন্ত লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

স্থানীদের দাবী, তারা ইতোপূর্বে কখনোই ওই যুবককে এলাকায় দেখেননি৷ তবে অনেকে ধারণা করছেন তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনির উল গীয়াস জানান, প্রথমত ঘটনাস্থল প্রধান সড়কের পাশে। যেখানে চব্বিশ ঘন্টায় লোক সমাগম থাকে। দ্বিতীয়ত্ব ওই যুবককে এলাকার কেউ চিনছেনা। তাই আপাতত বলা যাচ্ছে না এটি হত্যা নাকি আত্মহত্যা। তবে লাশের পরিচয় সনাক্ত করার জন্য যত ধরণের প্রক্রিয়া সেগুলো অনুসরণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, ময়নাতন্ত শেষে মৃতদেহটি কয়েকদিন সংরক্ষণ করা হবে। এরইমধ্যে তার পরিচিয় নিশ্চিতের সর্ব্বোচ চেষ্টা করবে পুলিশ।

বাংলাধারা/এফএস

আরও পড়ুন